ইদের আগে দুই শনিবার খোলা থাকবে শিক্ষা প্রতিষ্ঠান

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির সমন্বয় করতে আগামী ১৭ মে ও ২৪ মে, ঈদের আগের দুই শনিবার দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (৭ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে সই করেন বিভাগের সিনিয়র সহকারী সচিব জাবের মো. সোয়াইব।

চিঠিতে বলা হয়েছে, ঈদুল আজহার আগে ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তাই ওই দুইদিনের ছুটির বিপরীতে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে ১৭ ও ২৪ মে শনিবার, যা সাধারণত সাপ্তাহিক ছুটি হিসেবে গণ্য হয়।

এই নির্দেশনা অনুযায়ী, ১৭ মে ও ২৪ মে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস ও সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে

শিক্ষাপঞ্জি অনুযায়ী, স্কুল-কলেজের ঈদুল আজহার ছুটি শুরু হবে ১ জুন থেকে, যা চলবে ১৯ জুন পর্যন্ত। একইসঙ্গে থাকবে গ্রীষ্মকালীন অবকাশও।

সরকারি ও বেসরকারি কলেজগুলোর ছুটি ৩ জুন থেকে ১২ জুন, আর সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে ৩ জুন থেকে ২৩ জুন পর্যন্ত।এ পরিস্থিতিতে সাপ্তাহিক ছুটির দিনে খোলা শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *