টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল, ইংল্যান্ড সফরের আগেই টেস্ট নেতৃত্ব হারাতে পারেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। তবে নির্বাচকদের সিদ্ধান্তের আগেই নিজেই সাদা পোশাককে বিদায় জানিয়ে দিলেন রোহিত।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি স্টোরির মাধ্যমে নিজের টেস্ট অবসরের ঘোষণা দেন তিনি। রোহিত লিখেছেন, “কেমন আছেন সবাই? সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, টেস্ট ক্রিকেট থেকে অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি। বড় ফরম্যাটে ভারতের প্রতিনিধিত্ব করতে পারা আমার জীবনের সেরা সম্মানগুলোর একটি। এই যাত্রায় আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ। নীল জার্সিতে ভারতের হয়ে ওয়ানডে খেলা চালিয়ে যাব।”
টেস্ট ক্রিকেটে শুরুটা খুব একটা সহজ ছিল না রোহিতের। একসময় জায়গা পাকা করতেই হিমশিম খেতে হয়েছিল তাকে। তবে পরে ধীরে ধীরে নিজেকে গড়ে তোলেন দলটির নির্ভরযোগ্য ওপেনার হিসেবে।
ভারতের হয়ে ৬৭ টেস্টে রোহিত শর্মা করেছেন ৪,৩০১ রান। ৪০.৫৭ গড়ে তার নামের পাশে রয়েছে ১২টি শতক ও ১৮টি অর্ধশতক। টেস্টে তার সর্বোচ্চ ইনিংস ২১২ রান।
ভারতকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তোলার পথেও নেতৃত্ব দিয়েছেন রোহিত। টেস্ট থেকে বিদায় নিলেও সীমিত ওভারের ক্রিকেটে তাকে দেখা যাবে আরও কিছুদিন।