নির্বাচনে সেনাবাহিনী দায়িত্বে থাকবে কিনা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

মঙ্গলবার (৪ নভেম্বর) আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে ‘স্বাধীন, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং উৎসবমুখর’ করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি নিশ্চিত করেন, যদি দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা অন্য কোনো ধরনের হত্যাকাণ্ড সংঘটিত হয়, তবে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

উপদেষ্টা আরও জানান, অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান চলমান রয়েছে এবং সন্ত্রাসীদের গ্রেফতারও করা হচ্ছে। তিনি রাউজান থেকে ১১টি অবৈধ অস্ত্র উদ্ধারের কথা তুলে ধরেন।

বৈঠকে একটি রাজনৈতিক দল তাদের প্রার্থী মনোনয়ন ঘোষণা করার পর দেশের বিভিন্ন স্থানে ঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়েও আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকবে কি না, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *