যথাযথ মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল সোমবার (০৭ জুলাই) প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। স্বাধীনতার পর ১৯৭৫ সালের ৫ জুলাই গঠিত পিজিআর এই বছর পা রাখল সুবর্ণ জয়ন্তীতে।
এ উপলক্ষে সকালে পিজিআর সদর দপ্তরে পৌঁছালে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি এবং পিজিআর কমান্ডার। রাষ্ট্রপতি কোয়ার্টার গার্ড পরিদর্শন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং অফিসার ও জেসিওদের সঙ্গে কুশল বিনিময় করেন।
পরে শহিদ ক্যাপ্টেন হাফিজ হলে অনুষ্ঠিত দরবারে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি। তিনি পিজিআর-এর সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান এবং মুক্তিযুদ্ধের বীর শহীদদের পাশাপাশি পিজিআর-এর ৫ জন শহীদসহ সকল প্রয়াত সৈনিকদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।
রাষ্ট্রপতি পিজিআর সদস্যদের একাগ্রতা, নিষ্ঠা, শৃঙ্খলাবোধ ও পেশাগত দক্ষতার প্রশংসা করেন এবং দায়িত্ব পালনে সর্বদা নেতৃত্বের প্রতি অনুগত থাকার নির্দেশনা দেন।
অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, সিজিএস, পিএসও এএফডি, কিউএমজি, রাষ্ট্রপতির সচিব, প্রতিরক্ষা সচিব, রাষ্ট্রপতির সামরিক সচিবসহ উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।