বাংলাদেশে চালু হলো স্টারলিংক

স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী মার্কিন প্রতিষ্ঠান স্টারলিংক অবশেষে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে দুটি প্যাকেজ—’স্টারলিংক রেসিডেন্স’ এবং ‘রেসিডেন্স লাইট’ নিয়ে বাজারে এসেছে। মাসিক চার্জ যথাক্রমে ৬,০০০ টাকা এবং ৪,২০০ টাকা।তবে সেটাপ যন্ত্রপাতির জন্য ৪৭ হাজার টাকা এককালীন খরচ হবে।

মঙ্গলবার (২০ মে) ফেসবুকে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রকৌশল ও প্রযুক্তি) ফাইজ তাইয়েব আহমেদ। তিনি লেখেন, “গতকাল বিকালে স্টারলিংক থেকে ফোনে জানানো হয় যে তারা বাংলাদেশে অফিশিয়ালি কার্যক্রম শুরু করছে। আজ সকালে তারা বিষয়টি তাদের এক্স হ্যান্ডেলেও প্রকাশ করেছে।”

তিনি জানান, গ্রাহকরা এখন থেকেই স্টারলিংক সেবা অর্ডার করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, এসব প্যাকেজে ডেটা ও গতি—উভয় ক্ষেত্রেই কোন লিমিট নেই। একজন গ্রাহক সর্বোচ্চ ৩০০ এমবিপিএস পর্যন্ত স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

ফাইজ তাইয়েব আরও বলেন, “মূল্য কিছুটা বেশি হলেও এর মাধ্যমে বাংলাদেশের প্রিমিয়াম গ্রাহকদের জন্য টেকসই উচ্চগতির ইন্টারনেট সেবার পথ খুলেছে। বিশেষ করে যেসব এলাকায় এখনো ফাইবার অপটিক নেটওয়ার্ক পৌঁছেনি, সেসব অঞ্চলে এনজিও, ফ্রিল্যান্সার এবং উদ্যোক্তারা লাভবান হবেন।”

তিনি প্রধান উপদেষ্টা এবং সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, “৯০ দিনের মধ্যে বাংলাদেশে স্টারলিংকের সেবা চালু—এই প্রত্যাশা বাস্তবায়িত হওয়ায় এটি একটি যুগান্তকারী অগ্রগতি।” বিশেষজ্ঞরা বলছেন, স্টারলিংকের যাত্রা বাংলাদেশের প্রযুক্তি ও কানেক্টিভিটি খাতে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *