জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকেই আলোচনায় তরুণ নেতা সার্জিস আলম। বিশেষ করে সৈয়দপুর বিমানবন্দর থেকে পঞ্চগড় পর্যন্ত তার গাড়িবহরসহ শোডাউনের পর বিষয়টি বিভিন্ন মহলে জন্ম দেয় মিশ্র প্রতিক্রিয়ার।
এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে সার্জিস আলমকে ঘিরে একটি ভুয়া ভিডিও ও অপপ্রচারমূলক তথ্য ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে – তার বন্ধুর বাসা থেকে উদ্ধার করা হয়েছে তিন বস্তা টাকা, যা রাখা হয়েছিল এনসিপির প্রচারণার খরচ হিসেবে ।
তবে এ বিষয়ে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানিয়েছে, উক্ত ভিডিওটি বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হয়েছে। রিউমার স্ক্যানারের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে জানানো হয়, ভাইরাল হওয়া এই ভিডিওটি আসলে ২০২৫ সালের মে মাসে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে পরিচালিত মাদকবিরোধী অভিযানের সময় আড়াই কোটি টাকা সহ এক ব্যক্তিকে গ্রেফতারের ঘটনা সংবলিত। সেই ঘটনার ফুটেজ বিকৃতভাবে উপস্থাপন করে সার্জিস আলমকে জড়ানো হয়েছে।
সামাজিক মাধ্যমে এমন ভুয়া প্রচারণা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর নিন্দা জানিয়ে এনসিপি সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি বলেন,
“একজন উদীয়মান রাজনৈতিক নেতাকে সামাজিকভাবে হেয় করার জন্য এই ধরনের অপপ্রচার করা হচ্ছে।”