৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

৪৪তম বিসিএসের সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডার এবং সাধারণ ক্যাডারের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২০ মে থেকে শুরু হয়ে ২৪ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সোমবার (৫ মে) বিকেলে পিএসসি’র ওয়েবসাইটে এই সময়সূচি ও প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। পরে সন্ধ্যায় পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৪তম বিসিএস লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে যাঁরা সাধারণ, কারিগরি/পেশাগত বা উভয় ক্যাডারে আবেদন করেছেন, তাদের জন্য এই মৌখিক পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও প্রার্থীদের তালিকা পাওয়া যাবে—

  • বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে: www.bpsc.gov.bd

  • টেলিটক ওয়েবসাইটে: bpsc.teletalk.com.bd

পিএসসি জানিয়েছে, যুক্তিসংগত কোনো কারণে প্রয়োজন হলে কমিশন সময়সূচিতে সংশোধনী আনার অধিকার সংরক্ষণ করে

প্রার্থীদের যথাসময়ে প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে পিএসসি। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *