চট্টগ্রামে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে দায়িত্ব পালন করবে। তিনি বলেন,
বর্তমানে মাঠে প্রায় ৩০ হাজার সেনা মোতায়েন রয়েছে, নির্বাচনের সময় এ সংখ্যা এক লাখে উন্নীত করা হবে। পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনীও মাঠে সক্রিয় থাকবে। পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি, আনসার ও কোস্টগার্ডও নির্বাচনকেন্দ্রিক দায়িত্ব পালন করবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, একটি সুষ্ঠু নির্বাচন কেবল আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না, বরং জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই তা সফল হয়। এ সময় তিনি চট্টগ্রামে সম্প্রতি লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধারের প্রসঙ্গেও কথা বলেন। তার ভাষায়, ভৌগোলিক বৈচিত্র্যের কারণে পাহাড়, সমুদ্র ও সমতল এলাকায় অভিযান পরিচালনায় কিছুটা জটিলতা তৈরি হয়েছে। তবে নির্বাচনের আগেই আরও অস্ত্র উদ্ধারের ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি জানান, নির্বাচন উপলক্ষ্যে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। পাশাপাশি সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকারও প্রশংসা করেন তিনি। বলেন, অতীতে পার্শ্ববর্তী দেশ থেকে বিভ্রান্তিকর সংবাদ ছড়ানোর চেষ্টা হয়েছিল, তখন সাংবাদিকরা তা প্রতিহত করে দিয়েছেন। সামনে দুর্গাপূজা উপলক্ষ্যে আবারও এ ধরনের চেষ্টা হতে পারে, তাই সাংবাদিকদের আগের মতো দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সাংবাদিকদের সহযোগিতার প্রশংসা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গণমাধ্যমের সহায়তা ছাড়া কোনো রাষ্ট্রীয় কাজ সফলভাবে সম্পন্ন করা সম্ভব নয়।