ঢাকা মহানগর দায়রা জজ আদালত এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন। গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুদকের আবেদনের ভিত্তিতে বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
আদালতের নির্দেশে যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়েছে তারা হলেন এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ ও পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ হাসান। দুদকের উপ-পরিচালক তাহাসিন মোনাবিল হক আদালতে আবেদন করেন যে, আসামিরা পরস্পরের যোগসাজশে ভুয়া প্রতিষ্ঠান ‘এএম ট্রেডিং’ গড়ে জাল নথি তৈরি ও ব্যবহার করে। এর মাধ্যমে তারা ক্ষমতার অপব্যবহার করে ঋণের নামে ১০৪ কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ করেছে।
অভিযোগে আরও বলা হয়, সাইফুল আলম আত্মসাৎকৃত অর্থ এস আলম সুপার এডিবল ওয়েলের স্বার্থে স্থানান্তর ও পুনর্বিন্যাস করেছেন, যার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৪০ কোটি টাকা। এসব কর্মকাণ্ড দণ্ডবিধি ১৮৬০ এর বিভিন্ন ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর আওতায় অপরাধ হিসেবে বিবেচিত।
দুদক জানায়, তদন্ত চলাকালে একাধিকবার চেষ্টা করেও আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তারা বিদেশে পলাতক থাকায় আদালতের কাছে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার আবেদন করা হয়। আদালত সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন।