চতুর্থ শ্রেণির শিক্ষার্থী অপহৃত আল রাফিকে উদ্ধার করেছে সেনাবাহিনী, গ্রেপ্তার আসামী

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আল রাফি অপহরণ মামলায় পলাতক আসামি মো. মনিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে শহরের টিঅ্যান্ডটি পাহাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় এখন পর্যন্ত তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মামলার মূলহোতা মালেক মিয়া ওরফে মালু এখনও পলাতক রয়েছে।

এর আগে গত রোববার সকাল সাড়ে ১১টার দিকে জেলা শহরের চেঙ্গী স্কয়ার এলাকা থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আল রাফিকে অপহরণ করা হয়। খবর পেয়ে উদ্ধার অভিযানে নামে সেনাবাহিনী।

সেদিনই বিকাল সাড়ে ৫টার দিকে পানছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহফুজুল ইসলামের নেতৃত্বে মোল্লাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে বাদশা মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পানছড়ি বাজার থেকে কামরুল ইসলাম নামে আরও এক অপহরণকারীকে আটক করে সেনাবাহিনী।

ঘটনার পরদিন ভুক্তভোগী শিক্ষার্থীর মামা বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা দায়ের করেন।

ওসি আব্দুল বাতেন মৃধা বলেন,

“অপহরণের ঘটনার পর থেকে মো. মনির পলাতক ছিল। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার মূল আসামি মালেক মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *