চেনাব নদীর বাঁধ খুলে দিয়েছে ভারত, পানিতে ভাসতে পারে পাকিস্তান

ভারত-পাকিস্তানের যু’দ্ধ বিরতির ঘোষণার পরদিনই চেনাব নদীর পানি পাকিস্তানের দিকে প্রবাহিত হতে শুরু করেছে। বৃহস্পতিবার (৯ মে) ভারত চেনাব নদীর বাগলিহার ও সালাল বাঁধের একাধিক গেট খুলে দিলে এ প্রবাহ শুরু হয়। এর ফলে পাকিস্তানের নিচু এলাকাগুলোতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

পাকিস্তানের গণমাধ্যম জানায়, কয়েকদিনের টানা ভারী বৃষ্টির ফলে বাঁধ দুটিতে পানির স্তর বেড়ে গিয়েছিল। এতে অতিরিক্ত জল সংরক্ষণের ঝুঁকি এড়াতে গেট খুলে দেওয়া হয়। যদিও ভারতীয় কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের ব্যাখ্যা দেয়নি।

এর আগে পহেলগাঁওয়ে স’ন্ত্রা’সী হা’মলায় বহু মানুষের প্রাণহানির ঘটনায় ভারতের প্রতিক্রিয়ায় পাকিস্তানের দিকে পানি প্রবাহ বন্ধ করা হয় এবং সিন্ধু পানিচুক্তি সাময়িকভাবে স্থগিত রাখা হয়। পাশাপাশি পাকিস্তানি নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ দেয় দিল্লি।

চেনাব নদীর পানি প্রবাহ বন্ধ থাকায় পাকিস্তানে নদীর জলস্তর অস্বাভাবিকভাবে কমে গিয়েছিল। এখন গেট খোলার ফলে আবারও নদীর শুকিয়ে যাওয়া অংশে পানি ফিরেছে, তবে হঠাৎ পানি প্রবাহ বেড়ে যাওয়ায় প্লাবনের আশঙ্কা করছে ইসলামাবাদ।

পাকিস্তান ইতোমধ্যেই সীমান্তবর্তী এলাকায় বন্যা সতর্কতা জারি করেছে। চেনাব নদীর তীরবর্তী অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নদী তীরবর্তী কৃষিজমিতেও জল ঢোকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *