আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন । এ নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে বাংলাদেশ দায়িত্ব পালন করছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান জানান, বিশ্ববিদ্যালয়ের ১২টি ফটক ও ক্যাম্পাসজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন,
“বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার নির্বাচনের দিন পর্যন্ত প্রায় ১২০০ পুলিশ সদস্য পোশাকে ও সাদা পোশাকে ক্যাম্পাসে অবস্থান করবেন। এ ছাড়া ভোটকেন্দ্র ও হলে দায়িত্বে থাকবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী। নিরাপত্তার সার্বিক তত্ত্বাবধানে থাকবেন ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।”
প্রধান নির্বাচন কমিশনার আরও জানান, ঢাকা জেলা প্রশাসনের মাধ্যমে সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালনের জন্য অনুরোধ জানানো হয়েছিল। তারা বিশ্ববিদ্যালয়ের বাইরে অবস্থান করবে এবং প্রয়োজনবোধে নির্বাচন কমিশনের নির্দেশে কার্যক্রমে অংশ নেবে।
এর আগে, ১৯৯২ সালে সর্বশেষ জাকসু নির্বাচন হয়। নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকায় দেখা যায়, ২৫টি পদের বিপরীতে লড়বেন ১৭৯ জন প্রার্থী। প্রতিটি কেন্দ্রে আছেন একজন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ জন পোলিং অফিসার ও ৬৭ জন সহকারী পোলিং অফিসার। জাকসুর ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।
তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, সহসভাপতি (ভিপি) পদে চূড়ান্ত প্রার্থী ১০ জন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন। তবে একজন স্বতন্ত্র প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করায় এখন জিএস পদে লড়বেন মূলত আটজন।
চূড়ান্ত তালিকা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে মোট ভোটার ১১ হাজার ৯১৯ জন। এর মধ্যে ছাত্র ভোটার ছয় হাজার ১০২ জন এবং ছাত্রী ভোটার পাঁচ হাজার ৮১৭ জন।