বান্দরবানে জামিনে মুক্তি পাওয়া বম পরিবারদের খাদ্য ও আর্থিক সহায়তা দিয়েছে সেনাবাহিনী। জেলার রুমা ও থানচি উপজেলার দুটি ব্যাংকের তিনটি শাখায় কেএনএফের হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া ২২ জন বম সম্প্রদায়ের সদস্য জামিনে মুক্তি পাওয়ার পর তাদের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী।
সোমবার ৬ জন এবং গত রবিবার ১৬ জন নারী-পুরুষ চট্টগ্রাম ও বান্দরবান কারাগার থেকে মুক্তি পান। মঙ্গলবার সেনাবাহিনীর পক্ষ থেকে জামিন প্রাপ্ত ২৮ জন নারী-পুরুষকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
গ্রেপ্তারের পর থেকে তাদের পরিবার মানবিক সংকটে পড়েছিল। এ অবস্থায় সেনাবাহিনী প্রতি পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করে। একইসঙ্গে ভারতের মিজোরামসহ বিভিন্ন দুর্গম এলাকা থেকে ফিরে আসা বম সম্প্রদায়ের নারী-পুরুষদেরও ঘরবাড়ি নির্মাণে আর্থিক ও খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
বম সোশ্যাল কাউন্সিলের সভাপতি লালজারলম বম জানান, গ্রেফতারকৃত বম সম্প্রদায়ের মোট ১৯৯ জনের মধ্যে এখন পর্যন্ত ৯৪ জন জামিন পেয়েছেন। সেনাবাহিনী শুধু জামিনেই সহযোগিতা করছে না, বরং তাদেরকে অন্যান্য দিক থেকেও নানাভাবে সহায়তা দিচ্ছে। যারা ঘটনায় জড়িত নয় তাদের জামিনে মুক্তি দিয়ে সম্প্রদায়ের মধ্যে স্বস্তি ফিরেছে। ইতিমধ্যে মিজোরামসহ বিভিন্ন স্থান থেকে ১৬২ পরিবারের ৪১৩ জন নারী-পুরুষ-শিশু নিজ এলাকায় ফিরে এসেছে। ফলে এক সময়ের অশান্ত এলাকা এখন অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে সেনাবাহিনীর আন্তরিক প্রচেষ্টায়।
এ বিষয়ে সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের জিএসও-২ মেজর পারভেজ রহমান বলেন,
“যারা ঘটনায় জড়িত নয় তাদের জামিনে মুক্তি দিতে সর্বাত্মক সহায়তা করা হচ্ছে। পাশাপাশি মানবিক সংকটে থাকা পরিবারগুলোকে আর্থিক ও খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। আগামীতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে।”