একাত্তর থেকে চব্বিশ – দেশ রক্ষায় সেনাবাহিনীর অবদান সর্বদাই ছিল অতুলনীয়। এই দেশ যখনই কঠিন সময়ের মুখোমুখি হয়েছে, তখনই সেনাবাহিনী সামনে থেকে নেতৃত্ব দিয়েছে প্রাকৃতিক দুর্যোগ হোক কিংবা জাতীয় নিরাপত্তার বিষয়, এবারও তার ব্যতিক্রম নয়।
সাম্প্রতিক সময়ে নানা ধরনের গুজব, বিভ্রান্তিকর তথ্য এবং অপপ্রচারের ভিড়ে একটি প্রশ্ন বারবার সামনে এসেছে—দেশ কি কোনো সংকটে পড়েছে? সেনাবাহিনীর নড়াচড়াকে ঘিরে ছড়ানো হয়েছে ভুয়া তথ্য, বলা হচ্ছে ‘জরুরি অবস্থা’ চলছে, এমনকি সেনাপ্রধানকে নিয়েও ছড়ানো হচ্ছে ভিত্তিহীন নানা গুজব।
কিন্তু বাস্তবতা, সেটা একেবারেই ভিন্ন। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ কোনো সঙ্কটের কারণ নন, বরং তিনি হয়ে উঠেছেন জাতির জন্য এক সুরক্ষার প্রতীক। তাঁর নেতৃত্বে সেনাবাহিনী শুধু দেশের সীমান্ত নয়, সংবেদনশীল মুহূর্তে দেশের ভেতরের স্থিতিশীলতাও রক্ষা করে চলেছে দক্ষতার সাথে।
উদ্দ্যেশ্যপ্রণোদিত ভাবে ফেসবুক ইউটিবে ছড়ানো নানা অপতথ্য, যেখানে শিরোনাম করা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টে ‘জরুরি অবস্থা’ চলছে। এমন গুজব মুহুর্মুহ ছড়ানো হলেও দায়িত্বরত নানা সূত্র থেকে স্পষ্ট জানা গিয়েছে, এটি সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যমূলক বিভ্রান্তি।
বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দেশ পরিচালিত হচ্ছে, এই সময় রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে অনেকেই চেষ্টা করছেন বিভ্রান্তি ছড়ানোর। কিন্তু সেনাবাহিনী, বিশেষ করে সেনাপ্রধান যেন সেই গুজবের মুখে অটল আস্থা ও দায়িত্বশীলতার প্রতিচ্ছবি। আমাদের দায়িত্ব হলো গুজব নয়, সত্যকে বেছে নেওয়া, সেই সত্য হলো – সেনাপ্রধান সংকটের নাম নন, বরং তিনিই আজ সুরক্ষার প্রতীক