নগর ভবনে অচলাবস্থা, ইশরাককে মেয়রের দাবিতে অটল কর্মীরা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ ও দায়িত্ব গ্রহণের দাবিতে টানা ১০ দিন ধরে চলা কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে নগর ভবনের কার্যক্রম। সংস্থাটির শ্রমিক-কর্মচারী ইউনিয়নের আহ্বানে চলমান অবস্থান কর্মসূচির কারণে জন্মনিবন্ধন সংশোধনসহ সাধারণ নাগরিকসেবা বন্ধ রয়েছে।

আজ রোববার সকাল ১০টা থেকে নগর ভবনের সামনে আবারও জড়ো হন কর্মচারীরা। নগর ভবনের মূল ফটক তালাবদ্ধ রাখা হয়েছে, ফলে ভেতরে প্রবেশ করতে পারছেন না সাধারণ সেবাপ্রার্থীরা। আন্দোলনকারীদের স্লোগান, “মেয়র ছাড়া নগর ভবন চলতে পারে না।”

ইশরাকের সমর্থকদের পক্ষে আন্দোলনকারী মুনীর হোসেন বলেন, “আমরা চাই, আদালতের রায় অনুযায়ী তাকে শপথ করানো হোক। তিনি মেয়রের চেয়ারে না বসা পর্যন্ত আন্দোলন চলবে।”

আন্দোলনে অংশ নেওয়া আবদুল কাইয়ুম বলেন, “জনগণের ভোগান্তির জন্য আমরা দায়ী নই। যারা আদালতের রায় বাস্তবায়ন করছে না, দায় তাদেরই।”

ডিএসসিসির কর্মচারী আফরোজা হক বলেন, “শুধু আমরা নয়, ঢাকাবাসী চায় ইশরাক হোসেন মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করুন। সরকার যদি তাকে শপথ পড়ায়, আমরা তাৎক্ষণিক কাজে ফিরে যাব।”

ওয়ারী থেকে আসা নাগরিক সালাহউদ্দিন বলেন, “মেয়ের জন্মনিবন্ধনের একটা সংশোধনের জন্য বারবার আসছি, কিন্তু অফিসই খুলছে না।”

প্রসঙ্গত, গত ২৭ মার্চ একটি নির্বাচনী ট্রাইব্যুনাল ২০২০ সালের সিটি নির্বাচনের ফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করে। এর ভিত্তিতে ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে। তবে গত ১৪ মে সুপ্রিম কোর্টের আইনজীবী মামুনুর রশিদের রিট আবেদনের কারণে শপথ স্থগিত হয়ে পড়ে। হাইকোর্ট গত বৃহস্পতিবার রিটটি খারিজ করে দিলেও স্থানীয় সরকার মন্ত্রণালয় এখনো শপথ অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করেনি।

শপথ অনুষ্ঠান বিলম্বিত হওয়ায় উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের দাবিও তুলেছেন ইশরাক ও তাঁর সমর্থকরা।

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী সমকালকে বলেন, “আদালতের রায়ের কপি হাতে পেয়েছি। ২৬ মে’র মধ্যে শপথ সম্পন্ন করার নির্দেশ রয়েছে। আমরা আলোচনা করছি, আশা করছি দ্রুতই সমাধান আসবে।”

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সবকিছু ঠিকঠাক থাকলে সোমবার (২৭ মে) ইশরাক হোসেনকে মেয়রের শপথ পড়ানো হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *