সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের নামে “নির্বাচন আয়োজনে ৬ দফা প্রস্তাব” শিরোনামে ছড়িয়ে পড়া একটি পোস্টকে “ভুয়া ও ভিত্তিহীন” বলে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে সেনাবাহিনীর অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই তথাকথিত ‘৬ দফা প্রস্তাব’-এর কোনো ভিত্তি নেই এবং সেনাবাহিনীর পক্ষ থেকে এমন কোনো পরিকল্পনা বা প্রস্তাবনা দেওয়া হয়নি।
উল্লেখ্য, “সেলিম মাহমুদ” নামের একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয় যে, সেনাপ্রধান নির্বাচনের জন্য ৬টি প্রস্তাব দিয়েছেন। পোস্টটির স্ক্রিনশটে দেখা যায়, সেখানে বিস্তারিত কিছু তথাকথিত সুপারিশ তুলে ধরা হয়েছে। তবে সেনাবাহিনী বলেছে, এটি পুরোপুরি গুজব এবং এটি জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে ছড়ানো হয়েছে।
সেনাবাহিনীর বার্তা স্পষ্ট:
সেনাবাহিনী দেশের আইন-শৃঙ্খলা ও সংবিধান রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং কোনো প্রকার রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত নয়। এ ধরনের গুজব ছড়িয়ে দেশের স্থিতিশীলতা বিঘ্নিত করার অপচেষ্টা জনগণ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর।
আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান:
সেনাবাহিনী গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে। পাশাপাশি সাধারণ নাগরিকদের এসব বিভ্রান্তিকর পোস্টে প্রতিক্রিয়া না দেখাতে এবং যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য শেয়ার না করার অনুরোধ জানিয়েছে।