বান্দরবানে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ালো বাংলাদেশ সেনাবাহিনী

বান্দরবানে দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর জন্য বাংলাদেশ সেনাবাহিনী পরিচালনা করছে বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম। প্রথিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের সার্বিক সহযোগিতায় এবং ৭ ফিল্ড অ্যাম্বুলেন্স ইউনিটের উদ্যোগে এই সেবা দীর্ঘদিন ধরে চলমান রয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, সপ্তাহে দুই দিন রবিবার ও বুধবার এই বিনামূল্যের চিকিৎসা সেবা প্রদান করা হয়। এই দিনগুলোতে পাহাড়ি জনগোষ্ঠী কেনাকাটার জন্য শহরে আসেন এবং তারা সেনাবাহিনীর এই সেবার সুযোগ গ্রহণ করেন। চিকিৎসা সেবা নিতে আসা এক রোগী বলেন,

“আমি এলার্জির জন্য চিকিৎসা নিতে এসেছি। এখানে গরীব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়, ওষুধ দেওয়া হয়। আমিও আগেও এসেছি, ভালো ওষুধ পাইছি, তাই আবার আসছি।”

আরেকজন জানান,

“আমার ছেলে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। সেনাবাহিনী আমার আর্থিক সাহায্যের আবেদন শুনে আমাকে ডেকেছে। তারা সহযোগিতা করছে, এজন্য আমি কৃতজ্ঞ।”

চিকিৎসা কার্যক্রমে সাধারণ রোগীদের প্রাথমিক চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাও বিনামূল্যে করা হয়। জটিল রোগের ক্ষেত্রে রোগীদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য উচ্চ চিকিৎসা কেন্দ্রে প্রেরণ করা হয়।

সেনা কর্মকর্তারা জানান, এই কার্যক্রমের মাধ্যমে আর্থিকভাবে অক্ষম জনগোষ্ঠীকে আলাদা সহায়তাও প্রদান করা হয়। শুধু তাই নয়, যেকোনো দুর্ঘটনা বা তাৎক্ষণিক বিপদে সেনাবাহিনীর মেডিকেল টিম সর্বদা প্রস্তুত থাকে।

শুধুমাত্র আজকের দিনে প্রায় ৩০০ জনকে স্বাস্থ্যসেবা প্রদান করা হবে বলে জানানো হয়েছে। চলতি বছরের জানুয়ারি ২০২৫ থেকে এখন পর্যন্ত ১০,৩৮৫ জনকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে,

“মানুষের বিপদে পাশে দাঁড়ানোই আমাদের অঙ্গীকার। দরিদ্র ও অসহায় মানুষের জন্য আমাদের দরজা সবসময় খোলা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *