খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী বর্ষা দেওয়ানের উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন।
দীর্ঘদিন ধরে জটিল রোগ এসএলইতে আক্রান্ত বর্ষা দেওয়ানের চিকিৎসার জন্য তাঁর পরিবার ইতোমধ্যে ৪ লাখ টাকার বেশি ব্যয় করেছে। উন্নত চিকিৎসা চালিয়ে যেতে আরও ৩ লাখ টাকার প্রয়োজন হওয়ায় পরিবারের পক্ষ থেকে খাগড়াছড়ি সেনা রিজিয়নের নিকট সহায়তা চাওয়া হয়। মানবিক বিবেচনায় সেনাবাহিনী ১ লাখ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করে শিক্ষার্থীর পরিবারের পাশে দাঁড়ায়।
মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি সেনা রিজিয়ন সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে অনুদানের টাকা তুলে দেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ (এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি)। এ সময় খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লে. কর্নেল খাদেমুল ইসলাম (পিএসসি), ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এবং রিজিয়নের বিভিন্ন স্টাফ অফিসার উপস্থিত ছিলেন।
বর্ষা দেওয়ান গত বছরের অক্টোবর মাসে অসুস্থ হয়ে পড়লে প্রথমে খাগড়াছড়ি হেলথ কেয়ারে চিকিৎসা নেন। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একাধিকবার ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তাঁর দেহে মারাত্মক এসএলই রোগ ধরা পড়ে।
মানবিক সহায়তার এই উদ্যোগ সেনাবাহিনীর সামাজিক দায়িত্ববোধ ও জনগণের পাশে থাকার প্রতিফলন বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।