রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা, কৃতজ্ঞতা প্রকাশ স্থানীয়দের

রাঙামাটির কাউখালী উপজেলার দুর্গম ঘাগড়া ইউনিয়নের হারাঙ্গীপাড়া উচ্চবিদ্যালয় মাঠে স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার (১০ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়ে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে শিশু বিশেষজ্ঞ, গাইনি বিশেষজ্ঞ ও সাধারণ চিকিৎসকরা স্থানীয় নারী, শিশু, প্রবীণসহ ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালি জনগণকে চিকিৎসা প্রদান করেন। এ সময় রোগীদের বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হয়।

সেনাবাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পার্বত্য অঞ্চলের অবহেলিত ও দুর্গম এলাকার জনগণের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সেনাবাহিনী নিয়মিত এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করছে। তবে এ উদ্যোগকে ব্যাহত করতে সশস্ত্র সন্ত্রাসীরা ক্ষুদ্র নৃগোষ্ঠীর গ্রামগুলোতে গিয়ে মানুষকে চিকিৎসা নিতে বাধা দেয় এবং ভয়ভীতি প্রদর্শন করে। তাদের এমন হুমকি সত্ত্বেও অনেকে সাহসিকতার সঙ্গে ক্যাম্পে এসে চিকিৎসা নিয়েছেন এবং সেনাবাহিনীর এই উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন,

“বাংলাদেশ সেনাবাহিনী সব সময় পার্বত্য অঞ্চলের জনগণের কল্যাণে নিবেদিত। শান্তি, নিরাপত্তা ও মানবিক সহায়তার প্রতি আমাদের অঙ্গীকার অটুট। কোনো সন্ত্রাসী গোষ্ঠীর ভয়ভীতি বা অপপ্রচার জনগণের সেবায় বাধা হয়ে দাঁড়াতে পারবে না। ভবিষ্যতেও সেনাবাহিনী এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।”

সেনাবাহিনীর পক্ষ থেকে প্রায় ২ লাখ টাকার ওষুধ ও চিকিৎসা সামগ্রী বিতরণের পরিকল্পনা নেওয়ায় তাদের এ উদ্যোগে সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *