রেকর্ড গড়া ম্যাচে ১০৯ রানের বড় ব্যবধানে ইসলামাবাদকে হারালো কুয়েটা গ্ল্যাডিয়েটরস

ভৌগোলিক ও রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ক্রিকেট মাঠে চলছে রুদ্ধশ্বাস লড়াই। ভারত-পাকিস্তানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার আবহে একদিকে আইপিএল, অন্যদিকে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চলছে নির্ধারিত সূচিতেই। এই উত্তপ্ত প্রেক্ষাপটে পিএসএলে বুধবার (৮ মে) রেকর্ডগড়া এক ম্যাচে নজির গড়েছে কুয়েটা গ্ল্যাডিয়েটরস।

রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে কুয়েটা গ্ল্যাডিয়েটরস ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৬৩ রান সংগ্রহ করে, যা পিএসএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোর। আগের রেকর্ডটিও ছিল একই ভেন্যুতে—২০২৩ সালে মুলতান সুলতানসের করা ২৬২ রান, সেটাও কোয়েটার বিপক্ষেই হয়েছিল।

রুশো ও নওয়াজের দুর্দান্ত জুটিতে উঠে আসে কো-ডাবল সেঞ্চুরি। এটি টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ১০ম শতরানজোড়া জুটি। শেষ ১০ ওভারে কোয়েটা তোলে ১৬০ রান, যা পিএসএলে যুগ্মভাবে শেষ ১০ ওভারে সর্বোচ্চ রান তোলার রেকর্ড। এর আগে ২০২৩ সালে একই রান তুলেছিল লাহোর কালান্দার্স পেশোয়ার জালমির বিপক্ষে।

রুশো ৪৬ বলে ১০৪ রান করেন, যেখানে ছিল ১৪টি চার ও ৬টি ছক্কা। অপরপ্রান্তে নওয়াজ ৪৫ বলে ১০০ রানে অপরাজিত ছিলেন, মারেন ৪টি চার ও ৯টি ছক্কা। তাদের সহায়তায় অধিনায়ক সউদ শাকিল করেন ২৩ রান এবং মার্ক চাপম্যান যোগ করেন ১৮ রান।

জবাবে ব্যাট করতে নেমে ইসলামাবাদ ইউনাইটেড ব্যাটিংয়ে ছিল পুরোপুরি নিষ্প্রভ। দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান আসে ইমাদ ওয়াসিমের ব্যাট থেকে, তিনি খেলেন ৪১ বল। এছাড়া বেন ওয়ারসুইস ২৪ বলে করেন ৩১ রান, আর মোহাম্মদ শেহজাদ ১৩ বলে করেন ২৪ রান।

শেষ পর্যন্ত ইসলামাবাদ থেমে যায় ১৫৪ রানে, কোয়েটা জয় তুলে নেয় ১০৯ রানের বিশাল ব্যবধানে। পিএসএলের উত্তাপে তাই আঞ্চলিক উত্তেজনাও কিছু সময়ের জন্য ছাপিয়ে গেল রানের ঝড়েই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *