পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা বিস্তারে বাংলাদেশ সেনাবাহিনীর ধারাবাহিক মানবিক কার্যক্রমের অংশ হিসেবে গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষীছড়ি-ফটিকছড়ি সীমান্তবর্তী এলাকায় অবস্থিত বাইন্যাছোলা মানিকপুর উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীছড়ি সেনা জোন কমান্ডার লে. কর্ণেল মো. তাজুল ইসলাম। তিনি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানের পাশাপাশি শিক্ষকদের পুরস্কৃত করেন এবং বিদ্যালয়কে শিক্ষা সহায়ক সরঞ্জাম (ল্যাপটপ, প্রজেক্টর, প্রজেক্টর স্ক্রিন) ও খেলাধুলার সামগ্রী (ফুটবল, ক্যারামবোর্ড) প্রদান করেন। এছাড়াও আর্থিক অনুদানও প্রদান করা হয়।
লে. কর্ণেল তাজুল ইসলাম বলেন,
“এই উদ্যোগ শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশের পাশাপাশি দলগত চেতনা, শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলী ও শিক্ষার প্রতি আগ্রহ বহুগুণে বাড়িয়ে তুলবে। একই সাথে এটি সামাজিক সম্প্রীতি ও আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।”
তিনি আশ্বস্ত করেন যে, এ ধরনের মানবিক কার্যক্রমে লক্ষীছড়ি সেনা জোন সবসময় পাশে থাকবে। অনুষ্ঠানে বাইন্যাছোলা আর্মি ক্যাম্প কমান্ডার মেজর সাইয়েফুর রহমান তুর্য, সাবেক ইউপি চেয়ারম্যান রশিদ উদ্দিন চৌধুরী কাতেব, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল হুদা এবং অন্যান্য সামরিক কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিদ্যালয়ের শিক্ষার্থী ফৌজিয়া রহমান চৌধুরী বুশরা ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সম্মিলিত মেধা তালিকায় ৩য় স্থান অর্জন করেছে। এছাড়া বিদ্যালয়ের দুই শিক্ষার্থী খাগড়াছড়ি জেলা অনুর্ধ্ব-১৪ নারী ফুটবল দলের হয়ে জাতীয় পর্যায়ে রাজশাহীতে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে অংশ নিচ্ছে। অনুষ্ঠানে লক্ষীছড়ির কৃতি ফুটবলার ক্রাথুইপ্রু মারমা ও ক্রউচিং মারমাকেও আর্থিক সহায়তা প্রদান করা হয়।