শারদীয় দূর্গাপূজায় দেড় লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান সেনাবাহিনীর

প্রাকৃতিক সৌন্দর্য, জনবৈচিত্র্য ও ভিন্ন ভিন্ন সংস্কৃতির সমাহারে সমৃদ্ধ বান্দরবান জেলায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত বান্দরবান জেলায় হিন্দু সম্প্রদায়ের সর্বজনীন শারদীয় দুর্গাপূজা-২০২৫ অনুষ্ঠিত হবে। এ উৎসব সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে সদর দপ্তর বান্দরবান রিজিয়নের কনফারেন্স রুমে পূজা মণ্ডপ কমিটির প্রতিনিধিদের উপস্থিতিতে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় বান্দরবান রিজিয়ন কমান্ডার পূজা উদযাপন কমিটিগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি ১১টি পূজা মণ্ডপে মোট ১,৫০,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ সময় বান্দরবান রিজিয়নের জিএসও-৩ (ইন্ট) ক্যাপ্টেন ইসতিয়াক মোহাম্মদ ইরফান আলী বলেন, দুর্গাপূজা উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে রিজিয়ন কর্তৃপক্ষ সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। তিনি আরও উল্লেখ করেন,

“ধর্ম, বর্ণ ও জাতি নির্বিশেষে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সবার। পাহাড়ের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী বদ্ধপরিকর।”

বান্দরবান রিজিয়ন আশ্বাস দিয়েছে যে তাদের দায়িত্বপূর্ণ এলাকায় হিন্দু ধর্মাবলম্বীসহ সকল নাগরিক নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *