সাত দিনের অক্লান্ত চেষ্টায় বন্যায় ভেঙে যাওয়া রাস্তা মেরামত করল সেনাবাহিনী

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বন্যায় ভেঙে যাওয়া একটি গুরুত্বপূর্ণ সড়ক বাংলাদেশ সেনাবাহিনী জিও ব্যাগ ব্যবহার করে মেরামত সম্পন্ন করেছে।গত ২৯ জুলাই তিস্তার পানি বৃদ্ধি পেয়ে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ধুবনী গ্রামের ওই সড়কটি ভেঙে যায়, ফলে স্থানীয় বাসিন্দাদের যোগাযোগ ব্যবস্থা হয়ে পড়ে বিচ্ছিন্ন। গত সাত দিন ধরে সেনাবাহিনীর সদস্যরা নিরলসভাবে মেরামত কার্যক্রম চালিয়ে যান।

সোমবার (১১ আগস্ট) দুপুরে মেরামত কাজ শেষ হলে পরিদর্শন করেন ৬৬ আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রিয়াজুল কবির, এএফডব্লিউসি, পিএসসি,জি, এবং হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা।

স্থানীয় কৃষক আব্দুল জলিল বলেন,

“রাস্তা ভেঙে যাওয়ার পর আমরা অবরুদ্ধ হয়ে পড়েছিলাম। সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের দ্রুত পদক্ষেপে স্বস্তি ফিরে পেয়েছি, এতে ফসলও রক্ষা পাবে।”

স্থানীয় গৃহবধূ আরিফা বেগম জানান,

“ঘরে পানি ঢুকে কষ্টে ছিলাম, বাইরে বের হওয়াও সম্ভব ছিল না। সেনাবাহিনী রাস্তা মেরামত করায় আমরা অত্যন্ত খুশি।”

সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজিবর রহমান সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইউএনও শামীম মিঞা জানান, বাংলাদেশ সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন যৌথভাবে মেরামত কাজ সম্পন্ন করেছে এবং স্থানীয়দের পক্ষ থেকেও সেনাবাহিনীকে ধন্যবাদ জানানো হয়েছে।

মেরামত কার্যক্রমে উপস্থিত ছিলেন ২৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লে. কর্নেল মো. রাকিব আহমেদ, পিএসসি; ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. একে এম জাবেদ হাসান জুয়েল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *