সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ড ‘এ’ দলকে মাত্র ১৪৭ রানে অলআউট করেছে বাংলাদেশ ‘এ’ দল। দারুণ বোলিং নৈপুণ্যে দাপট দেখিয়েছে স্বাগতিক বোলাররা।
প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ‘এ’ দল নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে। দলের পক্ষে কেবল ডিন ফক্সক্রফট ৭২ এবং রাইস মারিউ ৪২ রান করতে পেরেছেন। বাকি ৯ ব্যাটারই এক অঙ্কের ঘরে আউট হন।
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খালেদ আহমেদ ও তানভীর ইসলাম ৩টি করে উইকেট নেন, এছাড়া শরিফুল ইসলাম ও ইবাদত হোসেন পান ২টি করে উইকেট।
বাংলাদেশ ‘এ’ দলের নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক বোলিংয়ে সিরিজের শুরুতেই বড়সড় আত্মবিশ্বাস পেয়েছে স্বাগতিকরা। এখন ব্যাট হাতে ভালো শুরু করলেই জয় তুলে নেওয়ার সুযোগ রয়েছে তাদের সামনে।