বাংলাদেশে সফররত জাতিসংঘের জোরপূর্বক গুম বিষয়ক কার্যনির্বাহী দলের (Working Group on Enforced or Involuntary Disappearances – WGEID) ভাইস চেয়ারপার্সন গ্রাজিনা বারানোভস্কার নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত এ বৈঠকে উভয় পক্ষের মধ্যে জোরপূর্বক গুম, মানবাধিকার রক্ষা এবং বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা বিষয়ক নানা গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সাক্ষাৎকালে গ্রাজিনা বারানোভস্কা বাংলাদেশের বিভিন্ন নিরাপত্তা সংস্থায় (যেমন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র্যাব, ডিজিএফআই ও বিজিবি) কর্মরত বা অতীতে কর্মরত কিছু সেনা সদস্যের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি এই বিষয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং জাতিসংঘের কর্মপরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেন।
জবাবে সেনাবাহিনী প্রধান বলেন, উক্ত সেনা সদস্যরা সংশ্লিষ্ট সংস্থার অধীনে নিয়ন্ত্রণাধীন থেকে দায়িত্ব পালন করেছেন, এবং তাদের কর্মকাণ্ড সেসব সংস্থার নীতিমালার আওতায় পরিচালিত হয়েছে।
তিনি আরও জানান, বাংলাদেশ সেনাবাহিনী মানবাধিকার রক্ষা এবং বিচারপ্রক্রিয়ার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চলমান যেকোনো তদন্ত প্রক্রিয়ায় সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ মানবাধিকার সংরক্ষণ ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে মত বিনিময় করেন।