হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার কিবরিয়া ব্রিজ এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা এনামুল হাসান সাকিবকে (২৪) গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার (৬ জুলাই) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি হবিগঞ্জ সদর উপজেলার উমেদনগর গ্রামের আব্দুল মতিনের ছেলে।
সেনাবাহিনীর হবিগঞ্জ ক্যাম্প সূত্রে জানা যায়, এনামুল হাসান সাকিব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। সংগঠনের অভ্যন্তরীণ দুর্নীতির অভিযোগের কারণে তিনি পদত্যাগ করেন। সাম্প্রতিক সময়ে আলোচিত ছাত্রনেতা মাহাদী হাসানের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় সাকিব ছিলেন প্রধান অভিযুক্ত।
মামলার এজাহার অনুযায়ী, গত ১১ মে হবিগঞ্জ সদর মডেল থানায় মাহাদী হাসানের ওপর সশস্ত্র হামলার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়, যেখানে এনামুল হাসান সাকিবকে প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহিন। তিনি জানান, “দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর সহযোগিতায় সাকিবকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।”
গ্রেপ্তারকৃতকে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থার জন্য থানায় হস্তান্তর করা হয়।