দেশের শিল্প উৎপাদন কার্যক্রমে গতি ফেরাতে গ্যাস সরবরাহ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি আগামী চার মাসে চারটি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) কার্গো আমদানি করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
বুধবার (৭ মে) সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে গ্যাস সরবরাহ বিষয়ক এক বিশেষ সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “রমজান মাসে বিদ্যুৎ খাতে দৈনিক ১২০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো। এখন সেখান থেকে ১৫ কোটি ঘনফুট গ্যাস শিল্প খাতে সরিয়ে দেওয়া হবে। এর সঙ্গে এলএনজি কার্গোর মাধ্যমে আরও ১০ কোটি ঘনফুট গ্যাস যোগ হবে।” সব মিলিয়ে শিল্প খাতের জন্য ২৫ কোটি ঘনফুট অতিরিক্ত গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা।
এছাড়া গ্যাস সরবরাহজনিত অভিযোগ দ্রুত সমাধানে তিতাস গ্যাস একটি হটলাইন চালু করবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, “দেশীয় গ্যাসের উৎপাদন ধীরে ধীরে কমে যাচ্ছে। একদিকে এলএনজি আমদানির ওপর নির্ভরতা বাড়ছে, অন্যদিকে শিল্পায়নের প্রসার বাড়ার কারণে চাহিদাও বাড়ছে। ফলে চাপের মধ্যেই পরিকল্পনা সাজাতে হচ্ছে।”
গ্যাস সরবরাহ স্থায়ীভাবে স্থিতিশীল করতে নতুন কূপ খননে জোর দেওয়া হচ্ছে। উপদেষ্টা জানান, চলতি বছরে ৫০টি ও আগামী বছরে ১০০টি কূপ খননের পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে ভোলায় নতুন কূপ অনুসন্ধান শুরু হয়েছে।
এছাড়া পুরনো কূপ সংস্কার করে তিনটি গ্যাসক্ষেত্র থেকে ২৭ মিলিয়ন ঘনফুট অতিরিক্ত গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে বলে জানান তিনি।
সরকারের মেয়াদ সীমিত হলেও, এই সময়ের মধ্যেই শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে, বলে মন্তব্য করেন উপদেষ্টা ফাওজুল কবির খান।