আসিফ ও মাহফুজের পদত্যাগ চাইলেন ইশরাক হোসেন

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছেন বিএনপি নেতা ও ঢাকার সাবেক মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বুধবার (২১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

ইশরাক বলেন, “যেহেতু এটি প্রতীয়মান যে আপনারা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত, এমনকি ভবিষ্যতে সরাসরি যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে—তাই আপনাদের এই দায়িত্বে থাকা অনৈতিক ও বিতর্কিত হয়ে দাঁড়িয়েছে। আপনাদের পদত্যাগ সরকারের নিরপেক্ষতার ইমেজকে আরও শক্তিশালী করবে।”

তিনি সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের উদাহরণ টেনে বলেন, “নাহিদ ইসলাম চাইলে কিছুদিন মন্ত্রীত্ব চালিয়ে যেতে পারতেন, কিন্তু তিনি দৃষ্টান্ত স্থাপন করে পদত্যাগ করেছেন। আপনাদেরও সেই পথ অনুসরণ করা উচিত।”

ইশরাক হোসেন আরও বলেন, “ক্ষমতায় থেকে শতভাগ নিরপেক্ষ থাকা সম্ভব নয়। রাজনৈতিকভাবে কোনো দলের সঙ্গে যুক্ত হয়ে উপদেষ্টা পদে থেকে গেলে আপনাদের সিদ্ধান্ত ও কার্যক্রম প্রশ্নবিদ্ধ হবে। তাই আপনারা যদি জনগণের আস্থার প্রতীক হতে চান, তবে পদত্যাগই একমাত্র যৌক্তিক পথ।”

বিএনপি নেতার মতে, সরাসরি রাজনীতিতে যুক্ত হয়ে সাংগঠনিক অভিজ্ঞতা অর্জন করলেই জনগণের জন্য ভালো কিছু করার সুযোগ তৈরি হয়। “রাজনৈতিক বিতর্কের অবসান ঘটাতে এবং চব্বিশের অভ্যুত্থানের জনআকাঙ্ক্ষাকে সম্মান জানাতে পদত্যাগ করাই হবে আপনাদের জন্য সম্মানজনক পদক্ষেপ,” বলেন ইশরাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *