বাংলাদেশ বিমানবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত হলো সর্বাধুনিক প্রযুক্তির নতুন রাডার সিস্টেম ‘জিএম ৪০৩ এম’।গতকাল বুধবার (১৮ জুন) বগুড়ায় বিমানবাহিনীর একটি রাডার ইউনিটে আনুষ্ঠানিকভাবে রাডারটির উদ্বোধন করেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিমানবাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার অংশ হিসেবে বিভিন্ন প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিমূলক কার্যক্রম চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় ‘জিএম ৪০৩ এম’ রাডার সিস্টেমটি বিমানবাহিনীর কার্যক্রমে যুক্ত হলো।
‘বাংলার আকাশ রাখিব মুক্ত’—এই জাতীয় অঙ্গীকার বাস্তবায়নের পথে নতুন রাডারটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। অত্যাধুনিক এই রাডার সিস্টেমের মাধ্যমে আকাশসীমায় শত্রু বিমানের গতিবিধি অধিক নির্ভুলভাবে শনাক্ত ও পর্যবেক্ষণ করা সম্ভব হবে। ফলে জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণে বিমানবাহিনীর কৌশলগত সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন, আকাশ প্রতিরক্ষায় এই ধরনের আধুনিক প্রযুক্তির সংযোজন ভবিষ্যৎ হুমকি মোকাবেলায় বাংলাদেশের কৌশলগত সক্ষমতাকে আরও শক্তিশালী ও প্রস্তুত করবে।