করিডর ও সমুদ্রবন্দর বিদেশিদের হস্তান্তর বন্ধের দাবি বাম জোটের

চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির কাছে লিজ দেওয়ার প্রক্রিয়া এবং রাখাইন করিডর প্রকল্পের উদ্যোগ বন্ধের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট ও সমমনা দেশপ্রেমিক সংগঠনগুলো। একই সঙ্গে জাতীয় সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষায় আগামী ২৭ ও ২৮ জুন ঢাকা-চট্টগ্রাম রোড মার্চ কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে।

শনিবার (২১ জুন) রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার সমন্বয়ক ও গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দিন নসু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল—বাসদ-এর সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ডা. মোস্তাক হোসেন, বাসদ (মার্ক্সবাদী)-এর সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু এবং সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য বেলাল চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, দেশের কৌশলগত সম্পদ ও ভূরাজনৈতিক অবস্থান আন্তর্জাতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া যাবে না। তারা জাতীয় স্বার্থে চট্টগ্রাম বন্দর ও রাখাইন করিডর পরিকল্পনার পূর্ণ পর্যালোচনা এবং জনমত উপেক্ষা করে নেওয়া সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *