খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফের সশস্ত্র সদস্য আটকঃ অস্ত্র ও চাঁদার রশিদ উদ্ধার সেনাবাহিনীর

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার মরাটিলা এলাকায় ইউপিডিএফ (মূল) সশস্ত্র সদস্যদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

দুপুর আনুমানিক ১টার দিকে সেনা অভিযানের দলটি মরাটিলা এলাকায় ইউপিডিএফ (মূল)-এর সশস্ত্র সদস্যদের একটি গোপন আস্তানা ঘেরাও করে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে সশস্ত্র টোল কালেক্টর মিলন ত্রিপুরাকে আটক করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি এবং চাঁদা আদায়ের রশিদসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পার্বত্য চট্টগ্রামের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সন্ত্রাসী ও চাঁদাবাজ গোষ্ঠীর বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং পার্বত্য অঞ্চলের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *