‘Let’s Move’ প্রতিপাদ্যে অলিম্পিক ডে র‍্যালি উদযাপন, সেনাপ্রধানের বিশেষ সম্মাননা প্রদান

মঙ্গলবার (২৪ জুন) সকালে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উদ্যোগে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহায়তায় ঢাকাসহ দেশের সাতটি বিভাগীয় শহরে একযোগে বর্ণাঢ্য অলিম্পিক ডে র‍্যালির আয়োজন করা হয়।

ঢাকায় কেন্দ্রীয় র‍্যালির উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। “Let’s Move” প্রতিপাদ্যে আয়োজিত এই র‍্যালির লক্ষ্য ছিল সর্বস্তরের মানুষকে শরীরচর্চা, ক্রীড়া ও স্বাস্থ্যসম্মত জীবনযাত্রার প্রতি উৎসাহিত করা।

সকালে সাড়ে ৬টায় বাংলাদেশ শিশু একাডেমি থেকে শুরু হয়ে র‍্যালিটি শিক্ষা ভবন, বাংলাদেশ সচিবালয়, জিরো পয়েন্ট ও জিপিও অতিক্রম করে জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর গেটে গিয়ে শেষ হয়। এতে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ, সংগঠক, প্রশিক্ষক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ, সামরিক ও বেসামরিক সংস্থার প্রতিনিধি এবং ক্রীড়াপ্রেমীসহ প্রায় দুই হাজারের বেশি মানুষ অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সেনাবাহিনীর অর্কেস্ট্রা দলের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সেনাপ্রধান অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী অলিম্পিয়ানদের হাতে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আয়োজনটিকে প্রাণবন্ত, উৎসবমুখর এবং উদ্দীপনাময় বলে অভিহিত করেন। তারা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এমন একটি সার্বজনীন উদ্যোগ গ্রহণের জন্য।

প্রসঙ্গত, ১৮৯৪ সালের ২৩ জুন প্যারিসে পিয়েরে দে কুবেরত্যাঁর উদ্যোগে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) প্রতিষ্ঠিত হয়। সেই থেকে দিনটি ‘অলিম্পিক ডে’ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয়ে আসছে, যার উদ্দেশ্য বিশ্বব্যাপী ক্রীড়ার চেতনা ছড়িয়ে দেওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *