দুর্দান্ত ব্যাটিংয়ে সাইফ হাসান এবং বোলিংয়ে মোহাম্মদ সাইফ উদ্দিনের নৈপুণ্যে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ টি-টোয়েন্টিতে টাইগাররা ৬ উইকেটের দাপুটে জয়ে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নেয়।
প্রথমে ব্যাট করে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে তোলে ১৪৩ রান। শুরু থেকেই বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে চাপে পড়ে আফগানরা। বল হাতে সবচেয়ে সফল ছিলেন সাইফ উদ্দিন, তিনি ৩টি গুরুত্বপূর্ণ উইকেট নেন। তাকে সহায়তা করেন শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন, প্রত্যেকেই ধারাবাহিক লাইন-লেন্থে বোলিং করে আফগান ব্যাটারদের ব্যতিব্যস্ত রাখেন।
১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সাইফ হাসানের বিধ্বংসী ইনিংসে জয় নিশ্চিত হয় ১২ বল হাতে রেখেই। ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসানের প্রাথমিক আউটের পর ক্রিজে নেমেই ম্যাচের গতিপথ বদলে দেন সাইফ। মাত্র ৩২ বলে অর্ধশতক পূর্ণ করে ৭টি ছক্কার সাহায্যে ৩৮ বলে অপরাজিত ৬৪ রান করে দলের জয় নিশ্চিত করেন তিনি। তার সঙ্গে শেষ দিকে জাকের আলিও অপরাজিত থেকে দলকে গন্তব্যে পৌঁছে দেন।
নিয়মিত অধিনায়ক লিটন দাস ইনজুরিতে বাইরে থাকায় এ ম্যাচে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে জাকের আলির নেতৃত্বে আসে এই জয়। ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন সাইফ হাসান, আর পুরো সিরিজে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য সিরিজসেরা হয়েছেন স্পিনার নাসুম আহমেদ।
এই জয়ের মাধ্যমে আফগানিস্তানের বিপক্ষে চারটি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজের মধ্যে দ্বিতীয়বারের মতো সিরিজ জিতল বাংলাদেশ।দুই দল এখন আবু ধাবিতে মুখোমুখি হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে, যার সূচনা হবে আগামী বুধবার।