ঢাকার ডেমরায় ঈদ বোনাসের দাবিতে দুইটি পোশাক কারখানার প্রায় ১,১০০ শ্রমিক আন্দোলন শুরু করলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। রোববার (২৫ মে) সকাল থেকে জুম সোয়েটার ও আইরিন নিটওয়্যার লিমিটেডের শ্রমিকরা বোনাস বাড়ানোর দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন।
একপর্যায়ে শ্রমিকরা কারখানার মালিকপক্ষ ও অন্যান্য কর্মকর্তাদের অবরুদ্ধ করে ফেলেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ডেমরা থানা পুলিশ। তবে পরিস্থিতি আরও উত্তপ্ত হলে শ্রমিকরা পুলিশকেও কারখানার ভেতরে অবরুদ্ধ করে রাখে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডেমরা থানা পুলিশ সেনাবাহিনীর সহযোগিতা চেয়ে ১৫ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন (মেকানাইজড) ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করে। পরে রাত ১০টা ৫০ মিনিটে ব্যাটালিয়নের একটি এ-টাইপ টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। সেনা কর্মকর্তা, পুলিশ ও কারখানার উভয় পক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে মধ্যরাতে এক আলোচনার মাধ্যমে সমঝোতা হয়।
সমঝোতা অনুযায়ী, আগামী ঈদুল আজহা থেকে শ্রমিকদের ঈদ বোনাসে অতিরিক্ত ১,৫০০ টাকা যুক্ত হবে। পাশাপাশি আগামী ঈদুল ফিতরের আগে বোনাস পুনর্বিবেচনার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে বলে চুক্তিনামায় উল্লেখ করা হয়েছে।
আলোচনায় মালিকপক্ষের পক্ষে উপস্থিত ছিলেন ডিরেক্টর মাহফুজ ইকবাল, জেনারেল ম্যানেজার মনিরুজ্জামান এবং আতিকুর রহমান। শ্রমিকপক্ষের নেতৃত্বে ছিলেন কোম্পানির সভাপতি হান্নান এবং ট্রেড ইউনিয়নের সেক্রেটারি সালমা।
পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষের ঘটনায় সেনাবাহিনীর মধ্যস্থতায় এভাবে শান্তিপূর্ণ সমাধান হওয়ায় উভয় পক্ষই সন্তোষ প্রকাশ করেছে।