কুমিল্লা আদর্শ সদর উপজেলার সাহাপুর এলাকায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রোববার (৯ নভেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সদর আর্মি ক্যাম্পের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে আব্দুল মান্নান (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি সাহাপুর এলাকার মৃত আব্দুল সোবহানের ছেলে।
অভিযান চলাকালে তার কাছ থেকে একটি দেশীয় এলজি, দুটি কার্তুজ এবং ৩০০ পিস কার্পেন্টাডল (ট্যাপেন্টাডল) ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে আটক আব্দুল মান্নানকে উদ্ধারকৃত অস্ত্র ও মাদকসহ কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। সেনাবাহিনীর একটি সূত্র জানায়, মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী অভিযান চলমান থাকবে এবং এমন অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, “সেনাবাহিনীর সদর ক্যাম্প অস্ত্র ও মাদকসহ একজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।”