চিকিৎসা শেষে দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

চার মাসের চিকিৎসা শেষে যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৩৮ মিনিটে একটি বিশেষ রাজকীয় ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপির শীর্ষস্থানীয় নেতারা।

সঙ্গী ছিলেন দুই পুত্রবধূ

বিএনপি নেত্রীর সঙ্গে দেশে ফিরেছেন তার দুই পুত্রবধূ—ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। দীর্ঘ সময় পর দেশে ফিরেছেন জুবাইদা রহমান। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর দেশত্যাগের পর এটাই তার প্রথম বাংলাদেশ সফর। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।

নেতাকর্মীদের ঢল বিমানবন্দর সড়কে

দলের প্রধানের আগমনে ভোর থেকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আশপাশের এলাকায় জড়ো হন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পূর্বঘোষণা অনুযায়ী, তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বনানী, খিলক্ষেত ও বিমানবন্দর সড়কের দুপাশে অবস্থান নেন।

‘ফিরোজা’ পর্যন্ত অভ্যর্থনার প্রস্তুতি

দলীয় সূত্র জানিয়েছে, বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ পর্যন্ত নেতাকর্মীরা সড়কের দুপাশে দাঁড়িয়ে দলনেত্রীকে অভ্যর্থনা জানাবেন।

নিরাপত্তা ব্যবস্থা জোরদার

খালেদা জিয়ার আগমন ও নেতাকর্মীদের উপস্থিতিকে কেন্দ্র করে গুলশান, বনানী, খিলক্ষেত ও বিমানবন্দর এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাঠে রয়েছে পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী, এপিবিএন ও আনসার সদস্যরা।

বিএনপি নেতারা জানিয়েছেন, চিকিৎসা শেষে দলের প্রধানের ফিরে আসা নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে, যা আগামী দিনগুলোতে দলের কার্যক্রমে প্রভাব ফেলবে বলে তারা আশা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *