বৃক্ষরোপণ অভিযান ২০২৫ উদ্বোধন করলেন জেনারেল ওয়াকার-উজ-জামান

বাংলাদেশ সেনাবাহিনীর ‘বৃক্ষরোপণ অভিযান ২০২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ সকালে ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় একটি গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এ কর্মসূচির সূচনা করেন।

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী একযোগে শুরু হয় সেনাবাহিনীর এ পরিবেশবান্ধব উদ্যোগ। ঢাকাসহ দেশের সকল সেনানিবাস, ডিওএইচএস ও জলসিঁড়ি আবাসন প্রকল্পে এই কর্মসূচির আওতায় ফলজ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করা হচ্ছে।

এই উদ্যোগের অংশ হিসেবে সেনাবাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ এলাকা ও ফায়ারিং রেঞ্জেও পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করা হবে। আগামী সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত চলবে এই বৃক্ষরোপণ অভিযান, যার মূল লক্ষ্য হলো দেশের বনজ সম্পদ বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, এবং পরিবেশগত ভারসাম্য রক্ষা।

উদ্বোধনী অনুষ্ঠানে সেনাসদর ও লজিস্টিকস এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, জেসিও এবং অন্যান্য পদবির সেনাসদস্যরা উপস্থিত ছিলেন। সেনাবাহিনী আশা করে, এই উদ্যোগ সাধারণ জনগণকেও বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করবে এবং একটি সবুজ ও টেকসই ভবিষ্যৎ নির্মাণে ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *