চলতি মৌসুমে লা লিগার শিরোপার লড়াইয়ে টিকে থাকতে হলে জয় ছিল বাধ্যতামূলক। সেই চাপের মুহূর্তে সেল্টা ভিগোর বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।
কার্লো আনচেলত্তির দল এই জয়ে পয়েন্ট তালিকায় বার্সেলোনার সঙ্গে ব্যবধান ৪-এ নামিয়ে এনেছে। এখন শিরোপার সমীকরণ অনেকটাই নির্ভর করছে আগামী রোববারের এল ক্লাসিকোর ওপর, যেখানে এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিস স্টেডিয়ামে মুখোমুখি হবে রিয়াল ও বার্সা।রিয়াল কোচ আনচেলত্তি ম্যাচ শেষে বলেন,
“রোববারের এল ক্লাসিকোটা প্রায় শিরোপা নির্ধারণী হয়ে উঠবে। আমরা যদি জিততে পারি, তাহলে ব্যবধান হবে মাত্র এক পয়েন্ট। তখন লিগ জয়ের সম্ভাবনা অনেক বেড়ে যাবে।”
শিরোপা ধরে রাখার শেষ সুযোগ
-
রিয়াল যদি জেতে:
-
পয়েন্ট ব্যবধান দাঁড়াবে মাত্র ১
-
লিগে তখনও বাকি থাকবে ৩টি ম্যাচ
-
শিরোপা ধরে রাখার জোরালো সম্ভাবনা
-
-
রিয়াল যদি হারে:
-
পয়েন্ট ব্যবধান বেড়ে হবে ৭
-
তখন বার্সেলোনা কার্যত ধরাছোঁয়ার বাইরে
-
এ মৌসুমে ক্লাসিকোয় বার্সার দাপট
এই মৌসুমে এখন পর্যন্ত তিনটি এল ক্লাসিকোতেই জয়ী বার্সেলোনা:
- সান্তিয়াগো বার্নাব্যুতে ৪-০
- সুপারকোপার ফাইনালে ৫-২
- কোপা দেল রে ফাইনালে অতিরিক্ত সময়ে ৩-২
রোববারের ম্যাচ তাই শুধু আরেকটি এল ক্লাসিকো নয়—লা লিগার ভাগ্য বদলে দেওয়ার লড়াই।