নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (তারিখ উল্লেখ করুন), সকাল ৮টা থেকে মাহমুদপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে ৫০০-র অধিক অসহায় ও দুঃস্থ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
৯ম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় এবং ৯ আর্টিলারি ব্রিগেডের তত্ত্বাবধানে পরিচালিত এই মেডিকেল ক্যাম্পে সেনাবাহিনীর চক্ষু বিশেষজ্ঞ মেজর ডা. কানিজ ফাতেমা, মেডিকেল অফিসার ক্যাপ্টেন নিশাত এবং ক্যাপ্টেন মুবিন সরাসরি রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসাসেবার পাশাপাশি আগতদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ এবং চশমাও বিতরণ করা হয়।
চিকিৎসা কার্যক্রমটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৯ আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ হোসেন, পিএসসি পরিদর্শন করেন। তাঁর সঙ্গে সেনাবাহিনীর অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও চিকিৎসাসেবা গ্রহণকারী অনেকেই সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগকে প্রশংসা করে জানান, এমন সহানুভূতিশীল কার্যক্রম গ্রামের দরিদ্র মানুষের জীবনে বড় সহায়তা হিসেবে কাজ করছে।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও দেশের প্রত্যন্ত ও অসহায় জনগোষ্ঠীর মাঝে এ ধরনের চিকিৎসাসেবা পৌঁছে দিতে মেডিকেল ক্যাম্প কার্যক্রম অব্যাহত থাকবে।