অকারণে হর্ন বাজানো রোধে সচেতনতা তৈরির উদ্দেশ্যে নির্মিত মোশাররফ করিম অভিনীত অনলাইন ভিডিও কমার্শিয়াল (ওভিসি) দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। পরিবেশ অধিদফতরের ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’র আওতায় এই সচেতনতামূলক ভিডিওটি নির্মাণ করা হয়।
গত ২ মে শুক্রবার সন্ধ্যায় ‘Noise Pollution Control Project by DOE’ নামক ফেসবুক পেজ থেকে ভিডিওটি প্রকাশিত হওয়ার পর মাত্র পাঁচ দিনেই এটি ৫০ লাখের বেশি বার দেখা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) দুপুর পর্যন্ত ভিডিওটির সাড়ে ৫১ লাখ অর্গানিক ভিউ এবং ২ লাখ ৩০ হাজারের বেশি রিঅ্যাকশন হয়েছে। ভিডিওটি শেয়ার করা হয়েছে প্রায় ৭ হাজার বার।
এই ওভিসিটি পরিচালনা করেছেন মেহেদী রনি এবং কনসেপ্ট ও গল্প রচনা করেছেন মো. নাজিম উদ্দিন (মাসুম)।বিজ্ঞাপনটিতে বাস ড্রাইভারের ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এবং সহকারী হেল্পারের ভূমিকায় ছিলেন জনপ্রিয় ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া।
ভিডিওটিতে মোশাররফ করিমের সংলাপ— ‘বাজাবো না অকারণে হর্ন, কমাবো শব্দদূষণ’— ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
নেটিজেনরা ভিডিওটি দেখে একের পর এক প্রশংসাসূচক মন্তব্য করছেন।
-
জাহিদ কামাল পলাশ লিখেছেন, “দারুণ বিজ্ঞাপন। জনগণের কাছে সুন্দর বার্তা পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ।”
-
মোহাম্মদ আব্দুর রহিম বলেন, “সুন্দর একটা বাস্তবতা তুলে ধরা হয়েছে।”
-
রাত্রি ইসলাম মন্তব্য করেছেন, “অসাধারণ বিজ্ঞাপন।”
-
বৃষ্টির ডেইলি ভ্লগ লিখেছে, “খুবই ভালো লাগলো অভিনয়টা। আসলেই ঠিক এরকম হর্ন বাজালে মানুষেরও ক্ষতি, নিজেরও ক্ষতি।”
বিজ্ঞাপনটি নিয়ে মোশাররফ করিম বলেন, “আমি সচেতনতা তৈরিতে সবসময়ই আগ্রহী। শিল্পী হিসেবে আমার দায়িত্বের জায়গা থেকে এই কাজটি করেছি। প্রচারে আসার পর থেকে প্রচুর সাড়া পাচ্ছি, এটা সত্যিই আনন্দের।”
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড।সরকারি উদ্যোগে পরিবেশবান্ধব আচরণে উদ্বুদ্ধ করতে নির্মিত এই ওভিসিটি যেন শব্দদূষণ প্রতিরোধে একটি কার্যকর বার্তা হয়ে উঠছে, তা প্রমাণ করছে এর দর্শকপ্রিয়তা।